News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

কর্মবিরতিতে রাবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-21, 12:18pm

ewrewrwqe-b27944a349c6761c9a0e026795e39f241758435484.jpg




রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে চলা আন্দোলনে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি চলছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং অধ্যাপক আব্দুল আলিম এই কর্মসূচির ঘোষণা দেন।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, জুবেরী ভবনে উপ-উপাচার্যসহ সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে একদিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

আন্দোলনের সূত্রপাত হয় শনিবার দুপুরে, যখন আন্দোলনরত শিক্ষার্থীরা দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা দেন। পরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনের দিকে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।

একপর্যায়ে শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে দ্বিতীয় তলায় অবরুদ্ধ করে রাখেন।