News update
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     
  • Teesta activists announce ‘Silent Rangpur’ campaign in 5 districts     |     
  • Ceasefire Offers Lifeline, but Gaza Hospitals in Ruins     |     
  • Christensen calls next election most consequential in decades     |     
  • OIC Condemns Knesset’s Annexation Law, Supports ICJ Advisory Opinion     |     

বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য নয়, দাবি পুলিশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-10-22, 3:34pm

4543543543-3326a99ef6090728dea6bf617ad450531761125657.jpg




বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী শীশ্রান্ত রায়ের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ‘বুয়েট শিক্ষার্থী শীশ্রান্ত রায়ের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটি তদন্তে সত্য প্রমাণিত হয়নি। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সাইবার স্পেস ব্যবহার করে শ্লীলতাহানি বা ধর্মীয় উসকানির কিছু উপাদান তদন্তে পাওয়া গেছে।’

তালেবুর রহমান আরও জানান, ‘শ্রীশান্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে প্রয়োজনে রিমান্ড চাওয়া হতে পারে।’

এর আগে সহপাঠীর শ্লীলতাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা আহসান উল্লাহ হল থেকে মিছিল নিয়ে বের হয়ে মূল ফটকে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রশাসনের হস্তক্ষেপে। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে চকবাজার থানায় মামলা করে। পরে পুলিশ শ্রীশান্তকে আদালতে পাঠায়।

ঘটনার জেরে বুধ ও বৃহস্পতিবারের চলমান টার্ম পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।