News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

রাবিতে শ্রেণিকক্ষে শিক্ষককে খাতা ছুড়ে মারলেন ছাত্রী, যা জানা যাচ্ছে

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-11-05, 2:03pm

5t45r435324-42c43176a7ee2141dc071ced182e3f981762329807.jpg




রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস চলাকালে শিক্ষককে খাতা ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সাজু সরদার। অভিযুক্ত ছাত্রী একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মীম।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মে বিভাগের ৫১৮ নম্বর কক্ষে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের (বিবিএ তৃতীয় ও দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টার ২০২৪) ক্লাস চলাকালে ঘটনাটি ঘটে। ক্লাসের শুরুতে ধারাবাহিকভাবে রোল কল করার সময় তাসনিম জাহান মীম কোনো সাড়া দেননি। পুনরায় নাম ডাকার পর হঠাৎ করে তিনি শিক্ষকের দিকে ব্যাগ ছুড়ে মারেন এবং অসংলগ্ন আচরণ শুরু করেন।

শিক্ষক সাজু সরদার অভিযোগে উল্লেখ করেন, ছাত্রীর হাতে বড় বড় নখ দেখে আমি সহপাঠীদের বলেছিলাম, সাবধানে ধরতে, না হলে আঘাত লাগতে পারে। তখন সে চিৎকার করে বলে, ‘আমার হাতে বড় নখ, তাতে তোর কী!—এমন আচরণে আমি হতভম্ব হয়ে পড়ি।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ওই ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের পাঠদান ও কোর্সের নম্বর নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। এসব কর্মকাণ্ড শিক্ষককে অপমানিত করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

শিক্ষক সাজু সরদার বলেন, ওই ছাত্রীর জ্বিনের আচর ছিল না। সে ইচ্ছাকৃতভাবেই আমাকে অপমান করেছে। এমনকি পরে কোনো অনুশোচনা প্রকাশ না করে উল্টো আমার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। একজন শিক্ষক হিসেবে এটি চরম অপমানজনক।

অন্যদিকে, ছাত্রী তাসনিম জাহান মীম বলেন, আমি মানসিক সমস্যায় ভুগছি। আমার ওপর জ্বিনের আঁচড় আছে, এ জন্য চিকিৎসাও নিচ্ছি। সেদিন আমি অজান্তেই খাতা ছুড়ে মেরেছি, ঘটনাগুলো আমার মনে নেই। পরে শুনেছি, স্যারই আমাকে স্বাভাবিক করার চেষ্টা করেছেন। 

এদিকে, অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে যে অভিযুক্ত ছাত্রী মীম ওই বিভাগের শিক্ষক তানজিল ভূঁইয়ার স্ত্রী। কয়েক মাস আগে তানজিল ভূঁইয়ার সঙ্গে মীমের ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ তুলেছিলেন তার প্রথম পক্ষের স্ত্রী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সাজু সরদার।

 আরটিভি/