News update
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     
  • Bonn Climate Talks Expose Urgent Gaps in Global Action     |     
  • Earth's rotation speeding up, making days slightly shorter     |     

র‌্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি ফারজানার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-27, 6:35pm

image-59964-1664281422-2bed58bbbacb410957e89774f8b5f96e1664282127.jpg




আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিং ব্যাটিং তালিকায় সাত ধাপ এগিয়েছেন বাংলাদেশের ওপেনার ফারজানা হক। ৪৫২ রেটিং নিয়ে ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন ফারজানা।

সদ্য শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পান বাংলাদেশের ওপেনার ফারজানা হক। কোভিডে আক্রান্ত হবার কারনে আসরের শুরুর দিকে খেলতে পারেননি তিনি। দুই ম্যাচে ৭২ রান করেন ফারজানা। এরমধ্যে ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭টি চারে ৫৫ বলে ৬১ রান করেন এই ডান-হাতি ব্যাটার। ফাইনালে আইরিশদের হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ।

আজ নারী র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফারাজানার মত উন্নতি হয়েছে মিডল-অর্ডার ব্যাটার রুমানা আহমেদের। তবে মাত্র ১ ধাপ উন্নতি হয় তার। ৩৭১ রেটিং নিয়ে ৬২তমস্থানে উঠেছেন রুমানা। ফাইনালে ২১ রানসহ পুরো আসরে ৬০ রান করেন তিনি।

বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন অধিনায়ক নিগার সুলতানা। তবে এবারের হালনাগাদে অবনতি হয়েছে তার। দুই ধাপ পিছিয়ে ২৬তমস্থানে আছেন নিগার। তার রেটিং ৫৪২। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তার রেটিং ৭৪৩।

বোলিং  র‌্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে ১৩ নম্বরে আছেন স্পিনার সালমা খাতুন। বাংলাদেশের মধ্যে সেরা সালমাই। তার রেটিং ৬২৯।

সালমার পর ৫৩০ রেটিং নিয়ে ৩২তম স্থানে আছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।  

বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় চার ধাপ এগিয়েছেন ৫৬তমস্থানে রুমানা।

তবে বড় লাফ দিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ রানে ২ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৬৬ নম্বরে।

টি-টোয়েন্টি অলরাউন্ডার  র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে সালমা। ২৭০ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছেন তিনি। তথ্য সূত্র বাসস।