News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

ফিলিপস ঝড়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-01-14, 4:54pm

image-74616-1673691154-2a21db1444dbce5a12e14a45e85791281673693679.jpg




পাকিস্তান ওপেনার ফখর জামানের সেঞ্চুরি ম্লান করে দিলেন  নিউজিল্যান্ড ব্যাটার গ্লেন ফিলিপস। তার ঝড়ো ইনিংসের সুবাদে  স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারী  নিউজিল্যান্ড।

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তানকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। পাকিস্তানের মাটিতে এই প্রথমবার  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো কিউইরা। প্রথম ও সর্বশেষ ১৯৭৬ সালে এক ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিলো নিউজিল্যান্ড।

করাচিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ২১ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। শান মাসুদ শূন্য ও অধিনায়ক বাবর আজম ৪ রান করে আউট হন।

সপ্তম ওভারে জুটি বাঁধেন ফখর ও মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে ১৬১ বলে ১৫৪ রান যোগ করেন তারা। জুটিতে ৬টি চারে ৭৪ বলে ৭৭ রান তুলে রিজওয়ান শিকার হন নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধির।

রিজওয়ান ফেরার পর ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির পূর্ণ করেন ফখর। সেঞ্চুরির পর ব্যক্তিগত ১০১ রানে রান আউট হন তিনি। তার আগে ১২২ বল খেলে ১০টি চার ও ১টি ছয় মারেন এই বাঁ-হাতি ব্যাটার।

৩৭তম ওভারে দলীয় ১৯১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফখরের আউটের পর পাকিস্তানের রান চাকা সচল রাখেন হারিস সোহেল ও আগা সালমান। হারিস ২২ রানে ফিরলেও ৪৩ বলে ৪৫ রান করেন সালমান। ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। নিউজিল্যান্ডের টিম সাউদি ৩টি ও লুকি ফার্গুসন ২ উইকেট নেন।

২৮১ রানের লক্ষ্যে টপ-অর্ডারের দৃঢ়তায় শুরু থেকেই ম্যাচ জয়ের লড়াইয়ে ছিলো নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরিতে ৩০ ওভার শেষে ২ উইকেটে ১৫৫ রান তুলে কিউইরা।

কিন্তু পরের নয় ওভারে চার উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ২০৫ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। কনওয়ে ৫২, অধিনায়ক কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন ২৫ ও ড্যারিল মিচেল ৩১ রান  করেন। এমন অবস্থায়  ম্যাচ জিততে শেষ ৭১ বলে ৭৬ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের।

সপ্তম উইকেটে মিচেল স্যান্টারকে নিয়ে পাকিস্তানের বোলারদের উপর চড়াও হয়ে খেলে নিউজিল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সাত নম্বরে নামা ফিলিপস। ৪৪ বলে ৬৪ রান যোগ করেন তারা। জয় থেকে ১২ রান দূরে থাকতে ভাঙ্গে স্যান্টনার-ফিলিপস জুটি। জুটিতে ২৭ বলে ৪৩ রান তুলেন ফিলিপস।

স্যান্টনার ১৫ রানে আউট হলেও নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ফিলিপস। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ৪২ বলে  চারটি করে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে অপরাজিত ৬৩ রান করেন তিনি। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম-সালমান ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ফিলিপস। সিরিজ সেরা হন কনওয়ে।

ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। তথ্য সূত্র বাসস।