ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বোলারদের কল্যাণে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে প্রোটিয়ারা এবার দ্বিতীয় ম্যাচে জিতল ব্যাটারদের কল্যাণে। যেখানে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের ৩৪২ রানের পাহাড়সম সংগ্রহ সমান পাঁচ বল-উইকেট হাতে রেখেই উতরে গেল টেম্বা বাভুমার দল। এতে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের দুর্গ ভেঙে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো স্বাগতিকরা।
রোববার (২৯ জানুয়ার) ব্লুমফন্টেইনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। তবে শুরুতেই দুই ওপেনার জেসন রয় ও ডেভিড মালানের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। দলীয় ২৭ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রয় মাত্র ৯ রান করে সাজঘরে ফেরার পর মালানও ফেরেন ১২ রানে।
এরপর তৃতীয় উইকেট জুটিতে ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন বেন ডাকেট ও হ্যারি ব্রুকস। তবে ডাকেট ব্যক্তিগত ২০ রানে বিদায়ে ভাঙে এই জুটি। এরপর দলের সংগ্রহে ব্রুকস ৮০, মইন আলী ৫১, ক্রিস ওকস ১৪ ও স্যাম কারানের ২৮ রানের সঙ্গে অধিনায়ক বাটলারের ইনিংসে অপরাজিত ৯৪ রানে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। তথ্য সূত্র আরটিভি নিউজ।