News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

বাংলাদেশ-ইংল্যান্ড: টাইগারদের লক্ষ্য সিরিজে টিকে থাকা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-02, 10:06pm

image-81086-1677760717-7019f6fd4e74c4bb38aea5a6aa1001f91677773219.jpg




ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরে যাওয়ায় ঘরের মাঠে দ্বিপাক্ষীক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড হুমকির মুখে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের।  এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ।

চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডের আগে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই ঘরের মাঠে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। এরপর টানা সাতটি ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা।

২০১৫ সালের পর মিরপুরে নিজেদের দূর্গে ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা। জানা আছে, চট্টগ্রামের উইকেট ফ্লাট থাকবে যা ইংল্যান্ডের শক্তি। এজন্য প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ছিলো। এখন যদি সিরিজে সমতা আনতে পারে তাহলেও ঘরের মাঠে সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি-না সেটি বড় চিন্তার বিষয়।

আট বছর আগে প্রথম হেরে যাবার পর দ্বিপাক্ষীক সিরিজ জয়ের নজির গড়েছিলো বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা।

প্রথম ওয়ানডেতে নিজেদের পরিকল্পনামত দারুন পারফরমেন্স করেছে ইংল্যান্ড। এমন উইকেটে যেখানে ভারত-শ্রীলংকা লড়াই করেছে সেখানে ভিন্ন পরিকল্পনায় খেলেছে ইংল্যান্ড। স্পষ্টভাবেই ঢাকা লিগ ও বিপিএলে টানা ছয় বছর খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে ডেভিড মালানের। বল হাতেও বড় ভূমিকা পালন করেছে ইংল্যান্ডের বোলাররা।

বাংলাদেশকে বড় জুটি গড়তে দেয়নি ইংল্যান্ডের বোলাররা। স্বাগতিকদের মাত্র ২০৯ রানে গুটিয়ে দেয় তারা। মিরপুরে অন্তত ২৩০ রান জয়ের জন্য যথেষ্ট ছিলো। মালান ১১৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘বোলাররা যেভাবে বল করেছে তাদের জন্য গর্বিত। কিন্তু আমাদের মালানকে কৃতিত্ব দিতে হবে।’

এদিকে, হার দিয়ে বাংলাদেশের কোচ হিসবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন চন্ডিকা হাথুরুসিংহে।

তামিম বলেন, ‘আমি ভেবেছিলাম আমরা যে অবস্থায় ছিলাম, আমাদেও আরো  অন্তত ৩০-৩৫ রান করা উচিত ছিল। স্পিনারদের জন্য এটি একটি ভাল উইকেট ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো শুরু করেছি এবং দ্রুত তিন উইকেট হারিয়েছি। এই উইকেটে ২৫০ রান করা যায়। আমরা ঐ পথেই ছিলাম। বোলিং ইউনিট ভাল বল করেছে, আমরা ভাল ফিল্ডিং করেছি এবং ভাল লড়াই করেছি। মালানকে কৃতিত্ব দিতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে ২২ লড়াইয়ের মধ্যে ১৮টিতে জয় ও ৪টি হার ইংল্যান্ডের। ২০১৫ সাল থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়তে পারেনি অন্য দলগুলো, এবার সেটিই করতে চাইবে ইংলিশরা। যদি আগামীকালের ম্যাচ জিতে পারে তবে একমাত্র দল হিসেবে ২০১৫ সালের পর বাংলাদেশের মাটিতে দু’বার দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে ইংল্যান্ড।

ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘প্রথম ম্যাচ আমরা জিততে পেরে আনন্দিত। এ ম্যাচের কন্ডিশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। এটি কঠিন কন্ডিশন। এই উইকেটে কিভাবে খেলতে হয় মালানের ইনিংস আমাদের জন্য বড় উদাহরণ।’

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুুদল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড। তথ্য সূত্র বাসস।