News update
  • Independence Day to be observed Sunday     |     
  • Gandhi says disqualification 'politically motivated'     |     
  • At least 23 killed in Mississippi tornado, storms     |     
  • ADB approves $23 crore loan for Bangladesh     |     
  • Nordic countries plan joint air defence to counter Russian threat     |     

সাত হাজারের অপেক্ষায় সাকিব-মুশফিক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-17, 11:18pm

image-83120-1679058756-853001d1057eb025f329f289ecc971601679073506.jpg




ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবের  সদস্য হতে  সাকিব আল হাসানের  ২৪ এবং মুশফিকুর রহিমের প্রয়োজন ৯৯ রান।

বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত একমাত্র তামিম ইকবালই ওয়ানডেতে  সাত হাজার রান পুর্ন করেছেন।

আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজটি শুরুর আগে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন সাকিব ও মুশফিক।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। এরপর দেশের হয়ে এখন পর্যন্ত ২২৭ ম্যাচের ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান করেছেন সাকিব। ৯টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরি আছে তার। সাকিবের ব্যাটিং গড় প্রায় ৩৭ দশমিক ৭০।

সাকিবের সাথে একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। তবে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশি। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪২ ম্যাচের ২২৭ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরি ৬৯০১ রান করেছেন মুশফিক। তার ব্যাটিং গড় প্রায় ৩৬ দশমিক ৩২।

বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে সাত হাজার রান পুর্ন  করেন তামিম। ২৩৪ ম্যাচের ২৩২ ইনিংসে ৮১৪৩ রান আছে তামিমের। তথ্য সূত্র আরটিভি নিউজ।