News update
  • 427 Rohingya Feared Dead at Sea, UNHCR Warns of Desperation     |     
  • Dhaka’s air quality worst of the world Friday morning     |     
  • Trade chokes through Sylhet borders amid Indian restrictions     |     
  • 46 health centres without doctors, nurses in Sunamganj     |     
  • Malawi Women Face ‘Sex for Fish’ Abuse in Lakeshore Areas     |     

ট্রট জানেন বাংলাদেশ জয়ের জন্য মরিয়া থাকবে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-02, 7:37pm

image-104912-1693660153-d499d400a24a275941adb0ceb2684c9c1693661855.jpg




এশিয়া কাপের শেষ চার-এ খেলার আশা বাঁচিয়ে রাখতে  বাংলাদেশ যে তার দলের বিপক্ষে জয় পেতে  মরিয়া থাকবে সেটা ভাল করেই জানেন আফগানিস্তান ক্রিকেট দলের কোচ জনাথন ট্রট। শ্রীলংকার কাছে হার দিয়ে এশিয়া কাপের ১৬তম আসর শুরু করা টাইগাররা আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের  দ্বিতীয় ও শেষ ম্যাচে  আফগানিস্তানের  মোকাবেলা করবে।  আসরে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই টাইগারদের। বিষয়টি  উপলদ্ধি করতে পারা  আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রটের  মতে, আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এজন্য জয়ের জন্য মরিয়া থাকবে টাইগাররা। শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে একাই লড়াই করেছেন  তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। অষ্টম ব্যাটার হিসেবে আউট হবার আগে ৭টি চারে ১২২ বলে ৮৯ রান করেন শান্ত। শান্তর দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়। 

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৬৫ রানের টার্গেট ৬৬ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে শ্রীলংকা। অবশ্য ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিলো লংকানরা। কিন্তু মিডল অর্ডারে দলের হাল ধরে শ্রীলংকার জয়ে অবদান রাখেন সাদিরা সামাবিক্রমা ও চারিথ আসালঙ্কা। সামারাবিক্রমা ৫৪ ও আসালঙ্কা অপরাজিত ৬২ রান করেন। 

শ্রীলংকার কাছে হেরে যাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সুপার ফোরে খেলতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এজন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক ট্রট। তিনি বলেন, ‘আমি ম্যাচটি দেখেছি এবং দুই দলের কাছ থেকেই কিছু ভালো বিষয় দেখেছি। আমরা জানি এটি কঠিন হতে যাচ্ছে। আমাদের দু’দলের জন্য ম্যাচটি  কঠিন হতে যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। আমরা জানি অবশ্যই জয়ের জন্য মরিয়া থাকবে তারা এবং তাদের জয়ের প্রবণতা এবং আকাঙ্খার সাথে আমাদেরও মিল আছে। আমরা যদি এই ধরনের মানসিকতা না থাকে, বরং তাদের চেয়ে ভালো মানসিকতা এবং ভালো স্কিল নিয়ে মাঠে না নামলে   আমরা চাপে পড়ে যাব।’

শ্রীলংকার মাটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। টাইগার  নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে । গতরাতে পাকিস্তানে পৌঁছায় বাংলাাদেশ। আজ একদিন অনুশীলন করেছে সাকিব-মুশফিকরা। তবে আগেভাগেই পাকিস্তানের পৌঁছেছে  আফগানিস্তান দল । বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কয়েকটা অনুশীলন সেশন করে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে আফগানরা। তাতে বাড়ত কোন সুবিধা দেখছেন না ট্রট। এমনটা চিন্তা করলে দল বিপদে পড়বে বলে মনে করেন তিনি, ‘আমরা যদি এমনটা চিন্তা করি, বাংলাদেশের আগে এখানে আসায় সুবিধা পাবো তাহলে আমরা বিপদে পড়বো। আমরা আবহাওয়ার উপর নির্ভর করতে পারি না। আমাদের এটা নিশ্চিত করতে হবে আবহাওয়া যেমনই হোক আমরা যেন সেটার সঙ্গে মানিয়ে নিতে পারি। আমাদের এটাও নিশ্চিত করতে হবে আমরা তাদের চেয়ে ভালো। এমন মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘শ্রীলংকার হাম্বানটোটা, কলম্বোতেও গরম আবহাওয়া ছিল। আমি ঠিক জানি না গতকাল ক্যান্ডিতে কেমন আবহাওয়া ছিল। আমি তাপমাত্রা দেখিনি। কিন্তু সবগুলো দেশই এই অঞ্চলের, সব দেশই এশিয়ার। এমন গরম আবহাওয়াতেই তারা বড় হয়েছে। এটির সাথে সবাই অভ্যস্ত । আমার মনে হয় না, এটি আমাদের জন্য নহায়ক হবে  বা কোন সুবিধা পাবো।’

এ বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় পায় আফগানিস্তান। ঐ সিরিজের ফল বাড়তি আত্মবিশ^াস দিবে আফগানদের। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়কে অর্জন হিসেবে দেখছেন ট্রট, ‘আমরা শ্রীলংকার সাথে সিরিজ খেলেছি। বাংলাদেশের সাথেও সিরিজ খেলেছি। বাংলাদেশের মাটিতে তাদেরকে প্রথমবারের মতো হারাতে পেরেছি, যা একটি ভালো অর্জন। তাই দলগুলো একে অপরকে সত্যিই ভালভাবে জানে এবং একে অপরের সাথে খেলেছি। তথ্য সূত্র বাসস।