News update
  • Cold, foggy condition to persist affecting transport, navigation     |     
  • Bangladesh’s Finance Sector Stabilises, Challenges Remain     |     
  • Govt Proposes Up to Tk1cr for Milestone Crash Victims     |     
  • Hadi Killing: Inqilab Mancha Sets 24-Day Justice Ultimatum     |     
  • Alliances Race to Settle Seat Deals as Nomination Deadline Ends     |     

রেকর্ডবুকে নাম তুললেন মুশফিক

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-10-19, 5:33pm

resize-350x230x0x0-image-244370-1697712786-abb7faea306184bcd00986b5f505ea7e1697715200.jpg




ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফেরার ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ক্রিকেট ইতিহাসের তৃতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তিনি প্রবেশ করলেন হাজারি ক্লাবে।

বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে মুশফিক প্রবেশ করলেন ১ হাজার রানের ক্লাবে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে মুশফিক অনন্য এই রেকর্ড থেকে ছিলেন চার রান দূরে। ইনিংসের ৩০তম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাদেজার বল ডিপ পয়েন্টে ঠেলে নিয়ে রেকর্ডবুকে নিউজের নাম তোলেন ডানহাতি এই ব্যাটার।

উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারার। ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২ রান তার।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ৩১ ম্যাচে তিনি করেছেন ১ হাজার ৮৫ রান।

মুশফিকের সামনে চলতি বিশ্বকাপে হাতছানি রয়েছে গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ারও। তথ্য সূত্র আরটিভি নিউজ।