News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-19, 8:09pm

resize-350x230x0x0-image-248594-1700402033-1-b018670cb0a21a1e8c38fdd4e6a70a901700402956.jpg




আর মাত্র কয়েক ঘন্টা পরই জানা যাবে কার হাতে উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। শিরোপা জয়ের লক্ষ্যে লড়ছে ভারত-অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুই দলই নিজেদের সেরা ক্রিকেট খেলে ফাইনাল নিশ্চিত করে। ভারতের তৃতীয় নাকি অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয় সেটি জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এবারের বিশ্বকাপের প্রাইজমানি আগেই ঘোষণা করেছে আইসিসি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে যারা চ্যাম্পিয়ন হবে, তাদের পকেটে ঢুকবে ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ২৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কার পাবে রানার্সআপ দলও।

এবারের বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ২০ লাখ ইউরো। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি ১২ লাখ টাকারও বেশি তারা উপার্জন করবে। এছাড়া, সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৮৫ লাখ টাকার মতো।

আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪০ রান তুলেছে ভারত। ব্যাট হাতে লোকেশ রাহুল ৬৬ ও বিরাট কোহলি ৫৪ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা খেলেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য এখনও ২২৮ বলে ১৭৪ রান করতে হবে অজিদের, হাতে আছে ৭ উইকেট। ব্যাট হাতে ট্রাভিস হেড ২২ ও মার্নাস লাবুশেন ৩ রানে ব্যাট করছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।