News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

বেইলি রোড ট্র্যাজেডিতে শোক জানালেন ক্রিকেটাররা 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-03-01, 6:46pm

oiejtwioiuwuiotiu-1def8df5c1e14e634c5f405c8a4135021709297433.jpg




রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক জানিয়েছেন সাকিব-তামিমসহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

শুক্রবার (১মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ ভেরিফাইড পেজে শোক প্রকাশ ও দোয়ার আবেদন জানিয়েছেন তারা।

সাকিব আল হাসান তার ফেসবুক পেজে এক ফটো পোস্টে লেখেন, ‘বেইলি রোড ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা।’

তামিম ইকবাল ফেসবুক পেজে নিজের পোস্টে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। সতর্ক না হলে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের সেরা ওপেনার।

তামিম আরও লেখেন, ‘বেইলি রোডের ঘটনায় রুহের মাগফেরাত কামনা করছি। আমাদের পরিবর্তন হওয়া উচিত নয়তো তা কখনই বদলাবে না।’

একই ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকও। নিজের ফেসবুক পেজে মুশফিক লেখেন, ‘আসসালামুয়ালাইকুম ও জুমা মোবারক সবাইকে। গতকাল দুর্ভাগা অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ লেখেন, ‘বেইলি রোড ফায়ার ট্রাজেডির খবরে গভীরভাবে শোকাহত। আমার প্রার্থনা ক্ষতিগ্রস্ত ও বিদেহী আত্মার সঙ্গে। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

আরেক পেসার শরিফুল ইসলাম বলেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতা করছি। শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লেখেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সঙ্গে ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। মাত্র দুই ঘণ্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪৩ জনের। আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যানুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। তথ্য সূত্র আরটিভি নিউজ।