News update
  • Six put on remand in metro rail station vandalizing case     |     
  • Ex-Ducsu VP Nur sent to jail in Setu Bhaban vandalising case     |     
  • Mali bus crash kills 16, injures 48     |     
  • UN chief calls for global action on extreme heat     |     

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট 2024-03-31, 9:54am

sfhisufiouow-f991f4a2853b6f510e94e5fd783a29191711857257.jpg




ঘরের মাঠে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে স্বাগতিকরা।

রোববার (৩১ মার্চ) গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়েই দুই দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।

ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে স্বাগতিকরা কতটা আধিপত্য বজায় রাখতে পারবে, সেটাই এখন দেখা বিষয়।

টি-টোয়েন্টিতে মাইটি অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নও তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের নিজেদের হেক্সা মিশন সফল করেছে এলিস পেরিরা। তাই টি-টোয়েন্টি সিরিজটাও যে টাইগ্রেসদের জন্য কঠিন হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত।

এদিকে চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। তাই কিছুটা বাড়তি চ্যালেঞ্জই থাকছে স্বাগতিকদের জন্যে। জ্যোতি-ফারজানাদের সামনে নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুর্শিদা খাতুন, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, রিতু মনি, দিলারা আক্তার দোলা, স্বর্ণা আক্তার, শরিফা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার। তথ্য সূত্র আরটিভি নিউজ।