News update
  • Flood force postponement of Cumilla Board HSC exams Thursday     |     
  • Ensure law and order by Dec for peaceful election: CA     |     
  • Over 160 Missing as Deadly Texas Flood Toll Hits 109     |     
  • ‘Death traps’ on Rangpur-Dhaka Highway: 7 killed in 1 month     |     

অবসর নিয়ে মুখ খুললেন কোহলি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-05-16, 4:24pm

images-1-21-a73f0359e6cacec06dffca913ee186011715855129.jpeg




চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ ছন্দে আছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রানের মালিক তিনি। তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার ওপরে আছেন তিনি।

গুঞ্জন আছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলবেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। অবসরের গুঞ্জনে বেশ বিরক্তও তারকা এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (১৬ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক ভিডিও’তে নিজের অবসর ভাবনা জানান কিং কোহলি।

তার (কোহলি) ভাষ্য, ‘বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না। সারা জীবন তো খেলে যেতে পারব না। তবে, এটা অনুশোচনায় ভোগার মতো কোনো বিষয়ও নয়।’

কোহলি যোগ করেন, ‘যতদিন খেলব, নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)।’

উল্লেখ্য, এবারের আইপিএলে ব্যাট হাতে ১৩ ইনিংস খেলে ৬৬ দশমিক ১০ গড়ে ৬৬১ রান করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১৫৫ দশমিক ১৬। এখন পর্যন্ত এবারের আইপিএলে মোট ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার। তথ্য সূত্র আরটিভি নিউজ।