News update
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     

কামিন্সের হ্যাটট্রিকের পরও চ্যালেঞ্জিং সংগ্রহ শান্তদের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-06-21, 8:23am

iqiuqwiuqwri-dc504186d2fc72b2310f33192e9427671718936625.jpg




শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পরে টাইগাররা। তবে সেখান থেকে দলের হাল ধরেন শান্ত ও লিটন। তবে শেষ দিকে উইকেট হারালেও শান্ত ও হৃদয়ের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

শুক্রবার (২১ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রানের পুঁজির পায় টাইগাররা।

এদিকে চলতি বিশ্বকাপে প্রথম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুইজন বোলার হ্যাটট্রিক পেয়েছেন, আর দুইজন করেছেন বাংলাদেশের বিপক্ষে। ২০০৭ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি।  সময় সংবাদ