News update
  • Flood force postponement of Cumilla Board HSC exams Thursday     |     
  • Ensure law and order by Dec for peaceful election: CA     |     
  • Over 160 Missing as Deadly Texas Flood Toll Hits 109     |     
  • ‘Death traps’ on Rangpur-Dhaka Highway: 7 killed in 1 month     |     

বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-06-30, 5:46am

449609929_887250083436704_9168966601613856583_n-0acb551665b6d13d93c3358d935487b21719704781.jpg




হেনরিক ক্লাসেনের ঝড়ে দক্ষিণ আফ্রিকার মুঠোয় চলে যাওয়া ম্যাচ বের করে নিয়ে এসে শেষ ওভারের রোমাঞ্চ জিতে নিল ভারত। দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে ১৭ বছর পর টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবেই এমন জয়ের পর ভক্তদের মনে প্রশ্ন চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা দিয়েছিল আইসিসি। সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দেওয়া হয় এবারের আসরে। যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি। আর রানার্সআপ দলকে দেওয়া হয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা।

সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসেবে পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মূল্যে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা। সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসাবে পেয়েছে। তথ্য সূত্র এনটিভি নিউজ।