News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

পদত্যাগ করতে রাজি পাপন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-16, 6:37am

img_20240816_063539-ff48fb29e9fbdae7e75aa60b9ee19a4c1723768625.jpg




পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার পতনের পর হিড়িক পড়েছে পদত্যাগের। বিভিন্ন খাতের ঊর্ধ্বতনরা পদ ছাড়ছেন প্রায় প্রতিদিনই। এসবের মাঝে ‍নিজ দায়িত্বে বহাল আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে, পদত্যাগ করতে রাজি আছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একটি সূত্র বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমকে জানিয়েছে এমনটি।

২০১২ সাল থেকে বিসিবি শীর্ষ পদে আছেন পাপন। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। তবে, শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে যায় জাতীয় সংসদ। এতে, নিজের সাংসদ পদটিও হারান পাপন। গত ৫ আগস্ট থেকে তার খোঁজও পাওয়া যায়নি। এবার শোনা গেল পদত্যাগে রাজি হয়েছেন তিনি।

বিসিবির ওই সূত্র জানায়—‘বিসিবিতে যেন সংস্কার করা হয়, সেজন্য নিজের পদ ছাড়তে সম্মত হয়েছেন পাপন। গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে, পরবর্তীতে বিসিবির সভায় তা অনুমোদন করা হবে। বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালে সভা ডাকা হবে।’

এর আগে পাপনের ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, ‘বর্তমানে বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। একটা সংস্থাকে কাজ করতে হলে অবশ্যই সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত, তাই বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যা করার, সেটি করবেন। আরটিভি।