News update
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     

জাকিরের পর সাজঘরে সাদমান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-03, 12:20pm

afp_20240903_36fc7av_v1_highres_cricketpakbantest-1-7cc0c500af6b1a17943267d60d8b83161725344428.jpg




ধৈর্য্যের খেলা টেস্ট, কিন্তু পঞ্চম দিনে সেই পরীক্ষাতে ব্যর্থ হলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। চতুর্থ দিনশেষে কোনো উইকেট না হারিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ। দলীয় ৭০ রানের মধ্যে হারাল দুই ওপেনারকে। ৫১ বলে ২৪ রান করে খুররাম শেহজাদের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান।

চতুর্থ দিনশেষে স্কোরবোর্ডে ৪২ রান তুলে ফেলায় পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪৩ রান। সেই লক্ষ্যে মাঠে নামলেও শুরুটা ভালো হয়নি শান্তদের। দিনের শুরুতেই মির হামজার বলে সাজঘরে ফিরলেন ওপেনার জাকির হাসান। আউটের আগে ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

ইতিহাস গড়ার লক্ষ্যে পঞ্চম দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইতিহাস গড়তে আর চাই ১৪৩ রান। প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশের অমূল্য স্বাদের অপেক্ষায় বাংলাদেশ। লক্ষ্য ১৮৫ রান। বৃষ্টির শঙ্কা উড়িয়ে প্রথম সেশনেই বাজিমাত করতে চান শান্তরা। এরইমধ্যে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৪২ রান তুলেছে সফরকারীরা।

চতুর্থ দিনে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চালকের আসনে অবস্থান নেয়। এরপর ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে জাকির হাসানের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটাও করে দুর্দান্ত। ৬ ওভারে ৩৭ রান তুলে যায় চা বিরতিতে।

কিন্তু চা বিরতির পর খেলা হয় কেবল ১ ওভার। ওই ওভারে এক বাউন্ডারিতে বাংলাদেশ ৫ তোলার পর পরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। মেঘের ঘনঘটা থেকে আলোকস্বল্পতার পর শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির কারণে ৪৬ ওভার বাকি থাকতেই শেষ হয় চতুর্থ দিনের খেলা।  তথ্য সূত্র এনটিভি নিউজ।