News update
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     
  • Gaza: UN rights office condemns Israeli buffer zone plan     |     
  • US tariffs move could see 3% fall in global trade: Top UN economist     |     
  • Myanmar Military strikes on amid earthquake response works     |     

কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না: সাকিব আল হাসান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-17, 7:43pm

rtertertwetw-8bfd5f29582403b0b100297e3da1c0031729172607.jpg




দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। সেই অনুসারে তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেছে সব হিসাব-নিকাশ। দেশে ফেরা হচ্ছে না বিশ্বসেরা এই ক্রিকেটারের।

নির্ধারিত সময় অনুসারে আজ (বৃহস্পতিবার) বিকেলে দুবাই থেকে বাংলাদেশের বিমানে ওঠার কথা ছিল সাকিবের। কিন্তু দুপুর ২টা নাগাদ সাকিববিরোধীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল স্টেডিয়ামের আশপাশের এলাকা। এ সময় বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারী জনতা।

২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের স্কোয়াড থেকে সাকিবকে বাদ দেওয়ার দাবি তুলেছে আন্দোলনকারীরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের উদ্দেশে দেওয়া স্মারকলিপিতে আন্দোলনরত ছাত্র-জনতা বলছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সকল জায়গায় যে পরিবর্তন হয়েছে তার অংশ আপনি নিজে। যদি এই গণ-অভ্যুত্থান না হতো, তাহলে আপনি বিসিবি প্রধান হতেন না।

‘তাই আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত ফ্যাসিবাদ নির্মূল করে নিজের প্রতিষ্ঠানটি পরিচালনা করা। আপনি কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে পারেন না। আপনি পারেন না বাংলাদেশের জার্সি একজন ভোটচোর এমপির গায়ে জড়িয়ে দিতে। এই কাজের মাধ্যমে আপনি কেবলমাত্র পতিত স্বৈরাচারের মন্ত্রী ও সাবেক বিসিবিপ্রধান পাপনের প্রতিজ্ঞা পূরণ করতে যাচ্ছেন।’

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, পাপন (বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন) কথা দিয়েছিল, যে সে সাকিবকে মিরপুরের মাটিতে বিদায় দেবে। আপনিও ঠিক একই কাজটা করতে যাচ্ছেন। সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেওয়ার মাধ্যমে আপনি একজন ভোটচোর, হাসিনার দালাল, দুর্নীতিবাজ, শেয়ার বাজার কেলেঙ্কারির অপরাধী, জুয়ার দালালের শরীরে আমাদের প্রিয় মাতৃভূমির জার্সি তুলে দিচ্ছেন।

এমন অবস্থায় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকেও দেশে না ফেরার কথা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।

জানা গেছে, আগামীকাল (শুক্রবার) সাকিবের বদলি হিসেবে একজনকে স্কোয়াডে যোগ করা হবে। তবে সাকিবের দেশে না ফেরার সংবাদে বিপাকে পড়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসও। আসন্ন বিপিএলের জন্য সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল তারা। কিন্তু সাকিবের বিপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আরটিভি