News update
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     

জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-11-06, 7:12am

8ac22be595b9bde865df7855361382c73d37c08f8581d8de-83ae04e9f855270a1c99fb16b0ede1bc1730855574.jpg




প্রায় দুই দশক ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের কোচিং করিয়ে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের গুরু ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে সবচেয়ে সফল এই কোচের জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলেছে অনেক। তবে বিভিন্ন কারণে বোর্ডের সঙ্গে তার ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে দুই পক্ষ এবার চুক্তি করল।

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আগামী বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুক্তির বিষয়ে জানিয়েছে বিসিবি। 

ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা সালাউদ্দিন ২০০৬-১০ পর্যন্ত জাতীয় দলে কাজ করেছেন সহকারী কোচ হিসেবে। জাতীয় ক্রিকেট একাডেমিতেও এক বছর কাজ করেছেন স্পেশালিস্ট কোচ হিসেবে।

২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। তার অধীনেই সে বছর বিশ্বকাপ ক্রিকেটের লিগ-৪ ডিভিশনে খেলেছিল দলটি। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচের একজন সালাউদ্দিন। তার অধীনে বিপিএলে একাধিক শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ কয়েকবার শিরোপা জিতেছেন তিনি। 

জাতীয় দলে সালাউদ্দিনের মতো দেশীয় কোচের অন্তর্ভূক্তি নিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, 'আমি যখনই বিসিবি সভাপতি হিসেবে যোগদান করেছি, আমি তখন থেকেই শপথ নিয়েছি যে যোগ্য লোকদেরই জাতীয় দলের সঙ্গে রাখব। সালাউদ্দিনের বিস্তর অভিজ্ঞতা, বেড়ে ওঠার পরিবেশ এবং জ্ঞান তাকেঙেই পজিশনের জন্য যোগ্য করে তুলেছে। আমি বিশ্বাস করি এটাই সময় যোগ্য বাংলাদেশি কোচদের সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করার।'   সময় সংবাদ।