News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-11-24, 6:39am

img_20241124_063803-d16dcf08afaa915201317dbe78edbea61732408795.jpg




বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলায় স্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৪১০ রানে পিছিয়ে টাইগাররা।

রোববার (২৪ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে আলজারি জোসেফকে সাজঘরে তিনি। তবে বাংলাদেশের হতাশায় ডুবিয়ে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টিন গ্রেভস। মূলত ক্যারিবিয়ান জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত বাংলাদেশকে ভুগিয়েছে।

ক্যারিবিয়ানদের ৪৫০ রানে ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। জাকির ৩৪ বলে ১৫ ও জয় ৩৩ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শাহদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল হক। আর কোনো উইকেট না হারিয়ে দিনের বাকী খেলা শেষ করেন এই দুই ব্যাটার। মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে অপরাজিত আছেন। আরটিভি