News update
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     

কঠিন চ্যালেঞ্জ নিয়ে তৃতীয় দিনের লড়াইয়ে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-02, 10:29pm

bd_test-a033adec1b11e76e85436fde29cff42d1733156991.jpg




জ্যামাইকা টেস্টের দুদিন শেষে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ সফরকারীরা বল হাতেও দেখেনি আলোর মুখ। টেস্টের তৃতীয় দিনে সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে যতটা সম্ভব অল্পতে আটকানো। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৬৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ এক উইকেটে ৭০ রান। ৯৪ রানে এগিয়ে থাকলেও ঠিক সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের শেষটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ব্যাটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে সাজঘরে ফেরেন লুইস। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ রান। দ্বিতীয় উইকেট ‍জুটিতে আর কোনো ভুল করেনি ক্যারিবীয়রা।

অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ও কিচি কার্টি দিনের বাকিটা সময় পার করেন নির্বিঘ্নে। এই জুটি অবিচ্ছিন্ন আছে ৪৫ রানে। ২৪ ওভার ব্যাট করেছেন দুজন মিলে। ব্রেথওয়েট অপরাজিত ১১৫ বলে ৩৩ রানে। কার্টি অপরাজিত ৬০ বলে ১৯ রান। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন নাহিদ। 

বাংলাদেশের রান শতক ছোঁয়ার আগেই সাজঘরে ছয় ব্যাটার। সেখান থেকে দলের সংগ্রহ পার হয়েছে দেড়শ’র ঘর। টেলএন্ডারদের নিয়ে বাংলাদেশের ভরসা হয়ে ক্রিজে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটে প্রথম ইনিংসে লড়ার মতো রান তোলার আশা দেখছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে, ব্যক্তিগত ৩৬ রানে দলের নবম ব্যাটার হিসেবে মিরাজ বিদায় নিলে সেই স্বপ্ন ফিকে হয়। শেষ পর্যন্ত জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৭১.৫ ওভারে বাংলাদেশ থামে ১৬৪ রানে। এনটিভি।