News update
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     
  • BDR Carnage Mystery Must Be Unveiled: Prof Yunus      |     
  • Jamaat Ameer Meets Khaleda Zia in London     |     

বাংলাদেশ সিরিজের আগে ক্যারিবীয় দলে দুঃসংবাদ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-06, 11:52am

baanlaadesh-oyyestt-inddij-befe8fd160f78ab33fa27c21a9bcd0ef1733464342.jpg




টেস্ট সিরিজে দুদলের প্রাপ্তি সমানে-সমান। দুই ম্যাচের সিরিজ হয়ে ১-১ ড্র। সাদা পোশাকের লড়াইয়ের পর ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হওয়ার পালা ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের। সেন্ট কিটসে এই সিরিজ শুরুর আগেই বড় সংবাদ পেল ওয়েস্ট ক্রিকেট দল। চোটের কারণে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দলে নেই ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। 

দুজনের বদলে ওয়ানডে সিরিজে মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস। মিন্ডলি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। এবারই সুযোগ পেলেন ওয়ানডে দলে। অন্যদিকে প্রথমবার এলেন ব্লেডস। 

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন ফোর্ড। সেই সিরিজেই চোটের কারণে ছিটকে গেছেন। 

আগামী রোববার সেন্ট কিটসে শুরু হবে ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড। এনটিভি নিউজ