ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন ড্যান পিটারসেন (বাঁয়ে), জাসপ্রিত বুমরাহ (মাঝে) এবং প্যাট কামিন্স। ছবি: আইসিসি
গত বছরের শেষ মাসটা ছিল লাল বলের উৎসবের।ৎবোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া-ভারত উপহার দিয়েছে জমজমাট লড়াই। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল পাকিস্তান। দুই সিরিজেই শেষ পর্যন্ত জয় স্বাগতিক দলেরই হয়েছে। ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় বাছাইয়েও এই দুই সিরিজই গুরুত্ব পেয়েছে। মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পাওয়া তিনজনই এই দুই সিরিজে খেলেছেন।
আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থ' এ ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ভারতের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ এবং ড্যান পিটারসেন। মজার বিষয় তারা তিনজনই ফাস্ট বোলার।
প্যাট কামিন্স এবং জাসপ্রিত বুমরাহ মনোনয়ন পেয়েছেন সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দারুণ পারফরম্যান্সের কারণে। অন্যদিকে ড্যান পিটারসেন মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে। শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ফাইনাল নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ১০ বছর পর শিরোপা জেতাতে ক্ষুরধার অধিনায়কত্বে ভূমিকা তো রেখেছেনই, বল ও ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি প্রয়োজনের মহূর্তে ব্যাট হাতেও জ্বলে উঠেছেন। ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ডিসেম্বরে ৩ টেস্টে ১৭.৬৪ গড়ে ১৭ উইকেট শিকার করেছেন কামিন্স। তার সেরা বোলিং দেখা গেছে অ্যাডিলেডে, ৫৭ রানে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের জয় এনে দিয়েছিলেন কামিন্স।
ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন কামিন্স। মেলবোর্নে দলের বিপদের সময় প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৪১ রানের ইনিংস খেলেছেন তিনি। বল হাতেও দুই ইনিংস মিলে ৬ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে আরও একটি গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছিলেন তিনি।
বুমরাহ একাই ভারতকে সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন। টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন এই ৩১ বছর বয়সী। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও তার হাতেই উঠেছে।
ডিসেম্বর মাসে ৩ টেস্টে অবিশ্বাস্য ১৪.২২ গড়ে ২২ উইকেট শিকার করেছেন বুমরাহ। ব্রিসবেন এবং মেলবোর্ন টেস্টে ৯টি করে উইকেট শিকার করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য আনপ্লেয়েবল হয়ে উঠেছিলেন সিরিজজুড়ে। সিডনি টেস্টের ফলাফল নির্ধারণী দিনে পিঠের ব্যথার কারণে বল করতে পারেননি বুমরাহ। ভারত লড়াই করতে ব্যর্থ হয়ে সিরিজ হেরে যায়।
এই সিরিজ চলাকালেই ভারতের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি।
ড্যান পিটারসেন ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে দারুণ ভূমিকা পালন করায়। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন এই সিমার।
ডিসেম্বর মাসে খেলা দুই টেস্টে ১৬.৯২ গড়ে ১৩ উইকেট শিকার করেছেন পিটারসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৭১ রানে ৫ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ৬১ রানে ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি।