News update
  • Concerns grow over Rooppur NPP’s viability for high costs     |     
  • Fire Breaks Out at Ctg Towel Warehouse, Contained After Hour     |     
  • Independence Day parade planned in all districts sans Dhaka     |     
  • 32 Dead as US Storm Brings Tornadoes and Wildfires     |     
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     

বিপিএল ফাইনাল : নজর থাকবে যাদের ওপর

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-07, 1:27pm

erewrqrq-daba87e9a0526d5f141a9a1f88a052f01738913243.jpg




ক্রিকেট মোমেন্টামের খেলা। টি-টোয়েন্টিতে সেটি আরও বেশি। সংক্ষিপ্ত ফরম্যাট, অল্প সময়ের ম্যাচ। তার ওপর ফাইনাল। যে কেউ জ্বলে উঠতে পারেন যেকোনো সময়। বিপিএলে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্দা নামবে একাদশ আসরের। তার আগে ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ২২ জন ক্রিকেটার লড়াইয়ে নামলেও বিশেষ নজর থাকবে কয়েকজনের ওপর।

তামিম ইকবাল

সবার আগে বলতে হয়, তামিম ইকবালের কথা। বরিশালকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। ১৩ ম্যাচে ৩৫৯ রান নিয়ে বরিশালের পক্ষে সবচেয়ে বেশি রান তারই। আছে ম্যাচ জেতানো ৮৬ রানের অপরাজিত ইনিংস। পুরো আসরেই দলকে ভালো শুরু এনে দিয়েছেন তামিম। আজও তাই অধিনায়কের ব্যাট থেকে দুরন্ত শুরুই প্রত্যাশা করবে বরিশালের ভক্তরা।

ডেভিড মালান

তামিমের পরই ৩১৫ রান নিয়ে বরিশালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন ডেভিড মালান। তামিমের সঙ্গে তার জুটি আসরের অন্যতম সেরা। দুজন সেট হলে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিতে পারেন। আর নিজের দিনে মালান কতটা ঝড় তুলতে পারেন, সেটি সবার জানা।

জেমস নিশাম

ফাইনালের আগে বড় চমক দেখিয়েছে বরিশাল। উড়িয়ে এনেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামকে। ব্যাটে যেমন বিধ্বংসী, বলে তেমন কার্যকরী এই কিউই তারকা। ফাইনালে জিমি হতে পারেন বরিশালের অন্যতম অস্ত্র।

ফাহিম আশরাফ

বিপিএলে বল হাতে অসাধারণ মৌসুম কাটিয়েছেন ফাহিম আশরাফ। বরিশালের এই তারকা ১১ ম্যাচে তুলেছেন ২০ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.১২, যা সময়ের তুলনায় যথেষ্ট কম। প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন টুর্নামেন্টজুড়ে। আজও বরিশাল তাকিয়ে থাকবে ফাহিমের দিকে।

শামীম হোসেন পাটোয়ারী

চলতি বিপিএলে নিজেকে ভিন্নরূপে মেলে ধরেছেন শামীম হোসেন পাটোয়ারী। টুর্নামেন্টে ৩৫০ রান করেছেন ইতোমধ্যে। আছে কয়েকটি ঝড়ো গতির ইনিংস। চিটাগংয়ের পক্ষে তারচেয়ে বেশি রান করেছেন গ্রাহাম ক্লার্ক, তবে পরিস্থিতি ও প্রভাব বিবেচনায় বেশ এগিয়ে শামীম।

মোহাম্মদ মিঠুন

এবারের বিপিএলে অন্যতম চমক দেখিয়েছেন মোহাম্মদ মিঠুন। সাদামাটা এক দল নিয়ে দাপটের সঙ্গে চিটাগং ফাইনালে উঠেছে, তার অনেকটা কৃতিত্ব অধিনায়ক মিঠুনের। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে ২৬৮ রান করেছেন তিনি। ফাইনালের গতিবিধি বদলাতে তার বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে বরিশালের মাথাব্যথার কারণ।

পারভেজ হোসেন ইমন

পারিশ্রমিক ইস্যুতে মাঝপথে বিপিএলই ছাড়তে চেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত খেলছেন চিটাগংয়ে। দলকে কোয়ালিফায়ারে তুলতে জ্বলে উঠেছেন শেষ দিকে। চলতি আসরে বরিশালের বিপক্ষেই খেলেছিলেন ৪১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। ফাইনালে তাই তার দিকে বিশেষ নজর না দিয়ে উপায় নেই বরিশালের।

খালেদ আহমেদ

বল হাতে চিটাগংয়ের সবচেয়ে বড় ভরসা খালেদ আহমেদ। চলতি আসরে এই পেসার এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ২০ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। খালেদের হাত ধরে তাই ব্রেক থ্রুর আশা করতেই পারে দল।

এদের বাইরে যে কেউ হতে পারেন নায়ক। ব্যাট হাতে একটি অনবদ্য ইনিংস, বল হাতে দুরন্ত স্পেল কিংবা ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়া ফিল্ডিং। উভয় দলের ২২ জনের প্রত্যেকেই হতে চাইবেন সেরাদের সেরা।