News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

‘এ’ দলের সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় জাকির

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-14, 6:35am

a3da6296877760fcc35e8ef72d7d8df683514230ce07cb6d-0fac128036d17d53f76b1ad7746b511e1747182934.jpg




বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার (১৪ মে)। ম্যাচের আগের দিন শেষবারের মতো অনুশীলন করেছে নুরুল হাসান সোহানের দল। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস থেকে সাদা পোশাকেও ইতিবাচক ফলাফলের প্রত্যাশা স্বাগতিকদের। টাইগার ব্যাটার জাকির হাসান প্রত্যাশা করছেন ‘এ’ দলের হয়ে পারফর্ম করে আবারো জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বৈশাখের আকাশ, রং বদলায় ক্ষণে ক্ষণে। এই রোদ তো এই বৃষ্টি। এর মাঝেই চলে বাংলাদেশ ‘এ’ দলের টেস্ট প্রস্তুতি। রঙিন পোশাকের পর সাদা পোশাকে কিউই পরীক্ষা। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আশা জাগাচ্ছে স্বাগতিকদের।

শীতল আবহাওয়ায় নিজেদের চাঙা করে নিয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই আলাদাভাবে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অফ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। জাতীয় দলে আছেন মাহিদুল ইসলাম অংকন ও এনামুল হক বিজয়। ব্যাট হাতে নেটে দারুণ সময় কাটিয়েছেন। স্পিনার নাসুম আহমেদ, পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদরা পরীক্ষা নিয়েছেন ব্যাটারদের।

টাইগার টেস্ট দলের আরেক নিয়মিত মুখ জাকির হাসান। তবে অফফর্মের কারণে বাদ পড়েছেন। ‘এ’ দলের এই সিরিজ তার জন্য বড় পরীক্ষা আবারো টাইগার স্কোয়াডে ফেরার। তিনি অবশ্য সিরিজটা নিচ্ছেন স্বাভাবিকভাবেই।

গণমাধ্যমকে জাকির হাসান বলেন, ‘কোনো খেলোয়াড়-ই চান না বাদ পড়তে। খেলোয়াড়দের ভালো-খারাপ সময় যাবে, অফফর্ম-অনফর্ম যাবে। একজন খেলোয়াড় হিসেবে আমিও চেষ্টা করছি, কীভাবে আরও ভালো করা যায়। আমি পেছনেরটা চিন্তা না করে, সামনের ম্যাচে কী করা যায়, সেটা নিয়ে চিন্তা করছি। পারফর্ম করলে আবার সব ঠিক হয়ে যাবে।’

নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ হারলেও সফরকারীদের সমীহ করছেন জাকির। ম্যাচটা সহজ হবে না বলেও মত তার।

এ ব্যাটার বলেন, ‘তারাও (নিউজিল্যান্ড ‘এ’ দল) ভালো দল। কিন্তু আমাদের ওয়ানডে দলও ভালো ক্রিকেট খেলেছে। যার কারণে খুব স্বস্তির সঙ্গে আমরা সিরিজটা জিতেছি। আমরা এখানে শেখার থেকেও জেতার অভ্যাসটা গড়ে তুলতে চাই।’

বৃষ্টির বাঁধা ম্যাচের আগের দিন পুরো সেশন অনুশীলনের সুযোগ পায়নি নিউজিল্যান্ড। বৃষ্টির পর হালকা নেট সেশন করেছেন তারা। ম্যাচের দিনও আছে বৃষ্টির পূর্বাভাস। সময়