News update
  • Foreign Debt Repayment Hits $4 Billion in Record High     |     
  • Bangladesh Orders 25 Boeing Jets Ahead of Key US Trade Talks     |     
  • Bus ploughs into football match in Cumilla; 1 killed, 5 hurt     |     
  • CA Prof Yunus holding talks with 12 more political parties     |     

বিশ্ব রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিলেন ১৮ বছর বয়সী ব্যাটার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-26, 6:36am

img_20250726_063410-541f990b113c5eeff824032daac7d5291753490165.jpg




দক্ষিণ আফ্রিকার উদীয়মান তারকা জরিখ ভ্যান স্কালভিক যেন ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। এক সপ্তাহ আগে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে অভিষেক ম্যাচে শূন্য রানে ফিরলেও, পরের দুটি ম্যাচেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই ১৮ বছর বয়সী ডানহাতি ব্যাটার। তার ব্যাটে এবার উঠে এলো এক ঐতিহাসিক ইনিংস—যুব ওয়ানডে ক্রিকেটে বিশ্বের প্রথম ডাবল সেঞ্চুরি।

হারারেতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়েছেন স্কালভিক। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কার ঝড়ো ইনিংসে ২১৫ রান করেন তিনি। এর আগে যুব ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোডার, যিনি ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে করেছিলেন ১৯১ রান। সাত বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলেন স্কালভিক।

টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে স্কালভিক মাত্র ৪৮ বলে ফিফটি, ৮৬ বলে সেঞ্চুরি এবং ১২২ বলে দেড়শ রান পূর্ণ করেন। এরপর পরের ২৩ বলে যোগ করেন আরও ৫০ রান। তার ২১৫ রানের ইনিংসের উপর ভর করেই প্রোটিয়ারা গড়ে ৩৮৬ রানের বিশাল পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় মাত্র ১১০ রানে। দুই ওপেনার কিছুটা লড়াই করলেও (৩১ ও ৪০ রান), বাকিরা দাঁড়াতেই পারেননি। ফলে ২৭৮ রানের বিশাল জয় তুলে নিয়ে জোরালো বার্তা দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে ইনাথি খিটশিনি ৪ উইকেট শিকার করে বল হাতেও রেখেছেন বড় ভূমিকা।

এর আগের ম্যাচে বাংলাদেশ যুব দলের বিপক্ষেও স্কালভিক ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন। সেদিন বৃষ্টি বাগড়া না দিলে হয়তো সেখানেই তৈরি হয়ে যেত ইতিহাস। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সেটাই করে দেখালেন তিনি। ক্রিকেটবিশ্বে তরুণ এই ব্যাটারের এমন পারফরম্যান্স ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিতই দিয়ে রাখল।