News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

আগস্টের শেষ সপ্তাহে শুরু নেদারল্যান্ডস সিরিজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-08-04, 9:15pm

16c0ec2ba53d7f3e16e1cd92c5dac32f2b24b2bd27c89e12-990ed59665eca950582acc97d0068f591754320530.jpg




নেদারল্যান্ডস দলের বাংলাদেশ সফরে আসা এখন অনেকটাই নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৬ তারিখ দেশে পা রাখবে ডাচরা।

৩ দিন বিশ্রাম এবং অনুশীলনের পর ৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্কট অ্যাডওয়ার্ডসের দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হবে বলেও জানা গেছে। 

সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এশিয়া কাপের আগে স্পোর্টিং উইকেটে খেলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

এদিকে, ৪ আগস্ট এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারাবাহিক পারফর্ম করে ডাক পেয়েছেন দুই।উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। পাকিস্তান সিরিজে দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারও জায়গা পেয়েছেন দলে।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও জাতীয় দলের রাডারে এসেছেন সাইফ হাসান। ধারাবাহিক অফফর্মের পরেই শেখ নাঈম আছেন এশিয়া কাপের প্রাথমিক দলে। গ্লোবাল সুপার লিগে পারফর্ম করে সৈয়দ খালেদ আহমেদও এসেছেন দলে। 

প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুরে ফিটনেস ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। শের-ই বাংলায় স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট থেকে। ২০ আগস্ট নেদারল্যান্ডস সিরিজের জন্য সিলেটে যাবে দল।