
আসন্ন বিপিএলে প্রথমবারের মতো দল পাচ্ছে নোয়াখালী। দেশ ট্রাভেলসের মালিকানায় ফ্র্যাঞ্চাইজির নাম হতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। গতকাল (২৫ নভেম্বর) রাতে ই-মেইলের মাধ্যমে দেশ ট্রাভেলসকে মালিকানার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
এবারের বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহ প্রকাশ করেছিল দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ। অন্যদিকে, নোয়াখালীর মালিকানা পেতে আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড। প্রাথমিক যাচাই-বাছাইয়েই বাংলা মার্ক বাদ পড়ে। দেশ ট্রাভেলস এবং নাবিল গ্রুপ, দুই প্রতিষ্ঠানই ২ দফা বাছাইয়ে টিকে যাওয়ায় নাবিল গ্রুপকে রাজশাহী ওয়ারিয়র্স এবং দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিয়েছে বিসিবি।
বিপিএল মাঠে গড়াবে, আর নাটকীয়তা থাকবে না এটা যেন হতেই পারে না। নিলাম শুরুর আগেই একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে টুর্নামেন্ট কমিটি। শুরুতে পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কথা জানা গেলে গতকাল একটি দল বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। এর আগে ৩ দফা পিছিয়ে ৩০ নভেম্বরে নেয়া হয়েছে নিলাম। ৯ আসর পর এবারের আসরে আবার ফিরতে যাচ্ছে নিলাম। এর আগে আগামী ২৭ নভেম্বরের মধ্যে বিসিবির পক্ষ থেকে ব্যাংক গ্যারান্টির টাকা জমা দিতে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
৬ দল নিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বিপিএলের আসন্ন আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসর একটু আগেভাগে শেষ করতে চাইছে বিসিবি। এবারের আসর আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে।
বিপিএলের আসন্ন আসরের ৬ দল-
রংপুর রাইডার্স
ঢাকা ক্যাপিটালস
সিলেট টাইটান্স
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস
নোয়াখালী এক্সপ্রেস