News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

লিটনদের ধরাশায়ী করে প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বড় জয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-28, 1:59am

6ed1fe8a57c307b504544ccf034373413b28976c126edb98-fcce35585794a625baf0fbafb9c328521764273593.jpg




বড় লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের বিপক্ষে একেবারেই পাত্তা পায়নি বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের একক লড়াইয়ে কেবল কমেছে হারের ব্যবধান।

চট্টগ্রামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ৩৯ রানের ব্যবধানে হারলো লাল সবুজরা। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে স্বাগতিকরা। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে আইরিশদের জয়ের অন্যতম নায়ক ম্যাথিউ হামফ্রিস। লাল সবুজদের পক্ষে একক লড়াইয়ে ৮৩ রানের ব্যক্তিগত ইনিংসে অপরাজিত ছিলেন হৃদয়। 

রান তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের খাতায় মাত্র ১৮ রান যোগ হতেই সাজঘরে প্রথম চার ব্যাটার। পুরোপুরি ব্যর্থ হয় টপ অর্ডার। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের দুজনেই মাত্র ১ রান করে আউট হয়েছেন। ওয়ান ডাউনে নামা অধিনায়ক লিটন দাস সাজঘরে ফিরেছেন ২ রান করে। চতুর্থ ব্যাটার সাইফ হাসান ১৩ বলে খেলে ১ চারের মারে ৬ রান করে সাজঘরে ফেরেন।

শুরুর বিপর্যয় কাটিয়ে পঞ্চম উইকেটে আশার সঞ্চার করেছিলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। দুজনের জুটি যখন ৪৮ রানে পৌঁছায় তখন ডিপ থার্ড উইকেটে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন জাকের। ১৬ বলে ১ ছক্কায় ২০ রান করে ব্যারি ম্যাকার্থির শিকার হন তিনি। এরপর হৃদয় একপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও অপরপ্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকেন সতীর্থরা। ৬ বলে ৫ রান করে তানজিম হাসান সাকিবের বিদায়ের পর শূন্য রানে ফিরে যান রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। তিন জনকেই একই ওভারে ফেরান ম্যাথিউ হামফ্রিস। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

নবম উইকেটে শরিফুল ইসলামের সঙ্গ নিয়ে একক লড়াইয়ে হারের ব্যবধান কমাতে থাকেন হৃদয়। দুজনের ৪৮ রানের জুটি ভাঙে ১৮তম ওভারে। ১৩ বলে ১ ছক্কায় ১২ রান করে আউট হন শরিফুল। অন্যদিকে ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ার সেরা ৮৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হৃদয়। আইরিশদের শেষদিকে বেশকিছু ক্যাচ মিস না করলে আরও আগেই শেষ হয়ে যেতো হৃদয় ও বাংলাদেশের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় পুঁজি তুলে নেয় আয়ারল্যান্ড। ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারের মারে ৬৯ রানে অপরাজিত ছিলেন হ্যারি টেক্টর। এছাড়া টিম টেক্টর ১৯ বলে ৩২ ও কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ছাড়া বল হাতে সবাই বেশ খরুচে ছিলেন। ৪ ওভারে তিনি খরচ করেন মাত্র ২৩ রান। তবে এদিন এ পেসার উইকেটের দেখা পাননি। ৪১ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। ১টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আইরিশরা। দ্বিতীয় ম্যাচে একই মাঠে আগামী ২৯ নভেম্বর মুখোমুখি হবে দুদল।