
বিপিএলের দ্বাদশ আসরের শুরুটা জয়ের মাধ্যমে করলেও দ্বিতীয় ম্যাচে এসে ছন্দ হারাল রাজশাহী ওয়ারিয়র্স। নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহীকে মাত্র ১৩২ রানে আটকে দিয়ে ম্যাচে প্রভাব বিস্তার করেছে ঢাকা ক্যাপিটালস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। কিন্তু ব্যাট হাতে ভালো শুরু করতে পারেনি রাজশাহী। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান।
এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে জুটি বড় করতে ব্যর্থ হন তারা। তানজিদ ২০ রান করে আউট হন, আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্তের ব্যাট থেকে আসে ৩৭ রান।
মিডল অর্ডারে মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান করলেও অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বিশেষ করে লোয়ার অর্ডারের ব্যর্থতায় শেষ পাঁচ ওভারে আসে মাত্র ২৬ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহী থামে ১৩২ রানে।
ঢাকা ক্যাপিটালসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইমাদ ওয়াসিম। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া নাসির হোসেন নেন দুটি উইকেট। বাকি তিনটি উইকেট ভাগ করে নেন আরও তিন বোলার।