
পাকিস্তান দল। ছবি: এক্স
নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রোববার (২৮ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা ৭ ক্রিকেটারকে। প্রথমবার দলে ডাক পেয়েছেন খাজা নাফে।
বিগ ব্যাশের এবারের আসরে খেলছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট খেলার জন্য এই সিরিজে থাকছেন না তারা। অন্যদিকে, একই সময়ে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত বিভিন্ন দলে খেলা বিদেশিদের সিংহভাগই পাকিস্তানি। এই সিরিজের সময়টাতে ডাক পাওয়া ক্রিকেটারদের পাবে না বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
প্রথমবার ডাক পেয়েছেন ব্যাটার খাজা নাফে। এর আগে পাকিস্তান শাহীনসের হয়ে খেলেছেন এই ব্যাটার। এছাড়া, দলে ফিরেছেন শাদাব খান। এই মুহুর্তে বিগ ব্যাশে খেলছেন এই ক্রিকেটার।
এদিকে সালমান আলী আঘার নেতৃত্বে দলে আছেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, উসমান খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফরা।
জানুয়ারির প্রথম সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান। আগামী ৭ জানুয়ারি মাঠে গড়াচ্ছে এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি, ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।