
বিপিএলের ১২তম আসরের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস বিপুল ব্যবধানে জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ ছিল মাত্র ১২২ রান, যা সহজেই ৪৪ বল হাতে রেখে কোনো উইকেট হারানো ছাড়াই জিতেছে চট্টগ্রাম রয়্যালস।
ঢাকার পক্ষে বড় সংগ্রহ করতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। লোয়ার অর্ডারে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে কিছুটা সমর্থন পেলেও দল গড়ে তুলতে পারে মাত্র ১২২ রান। সাইফউদ্দিন ২৫ বলে ৩৩ রান অপরাজিত ছিলেন, যেখানে ৪ বাউন্ডারি ছিল তার ইনিংসে। অন্যদিকে উসমান খান ১৫ বলে ২১ রান করেন।
চট্টগ্রামের জয়ের মূল হাত ছিল ওপেনাররা। অ্যাডাম রশিংটন ৩৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল নয়টি চার ও দুটি ছয়। মোহাম্মদ নাঈম শেখ ৪০ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন, যার মধ্যে সাতটি চার ও একটি ছয় ছিল।
চট্টগ্রামের বোলিং আক্রমণ ছিল কার্যকর। তানভীর ইসলাম ৪ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। শরিফুল ইসলামও ১৮ রানে তিনটি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী হাসান ২ উইকেট এবং আমির জামাল ১ উইকেট নেন।
এই জয়ের ফলে চট্টগ্রাম রয়্যালস তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটের ভিত্তিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। রাজশাহী ওয়ারিয়র্স চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অপরদিকে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে ঢাকা ক্যাপিটালস।
ম্যাচ শেষে চট্টগ্রাম রয়্যালসের জয়ের দিনে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অসংগঠিত ও দুর্বল ছিল, যা চট্টগ্রাম দলের সহজ জয় নিশ্চিত করেছে।