News update
  • Gas Shortages Hit Households as Prices Soar in Dhaka     |     
  • Tarique in Chattogram for second phase of election campaign     |     
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণায় বিসিবির প্রতিক্রিয়া

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-25, 7:52am

ertter5645-3093920e0ffb727d07754b425d54715b1769305938.jpg




আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির এ ঘোষণার পর এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে গিয়ে খেলাটা আমাদের জন্য নিরাপদ না। সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় খেলাটি স্থানান্তরের জন্য। বেশ কয়েক দফা মিটিং করার পরও আইসিসি সেটিতে সাড়া দেয়নি। যেহেতু সাড়া দেয়নি, সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার ছিল না। কারণ, এটি সরকারের সিদ্ধান্ত।

আমজাদ হোসেন বলেন, সরকার মনে করে, ভারতে গিয়ে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না। এজন্য এ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিসিবির এ পরিচালক আরও জানান, বিসিবির যে সেন্ট্রাল কনটাক্ট থাকে খেলোয়াড়দের সঙ্গে, এটি খুব শিগগিরই ঘোষণা করে দেওয়া হবে। এবার এটির পরিধি বাড়ানো হয়েছে। এবার ২৭ জনের মতো এটির আওতায় চলে আসবে। 

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট টানাপড়েন। বাংলাদেশের তারকা পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এ প্রেক্ষিতে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয় আইসিসিকে। এছাড়া গ্রুপ পরিবর্তনের আবেদনও করা হয়েছিল। কিন্তু, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব দাবি নাকচ করে দেয় আইসিসি।

সংস্থাটি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা খেলবে না। এরপরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।