News update
  • EU deploys election observation mission to Bangladesh     |     
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     

কাশ্মিরে একটি সুড়ঙ্গ বিধ্বস্ত, প্রাণহানির সংখ্যা এখন ৯

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 7:26am




ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শনিবার বিধ্বস্ত এক সুড়ঙ্গ থেকে আরও আটজন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এর ফলে এখন মোট মৃতের সংখ্যা হল ৯।

এই সুড়ঙ্গটি হচ্ছে পার্বত্য অঞ্চলের জনপথেরই অংশ। দক্ষিনাঞ্চলের রামবান জেলায় নির্মাধীন সুড়ঙ্গটি বৃহস্পতিবার রাতে ধসে পড়ে। শুক্রবার একজন শ্রমিকের মরদেহ পাওয়া গিয়েছিল।

সরকারের বিপদ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা আমির আলী জানিয়েছেন একজন শ্রমিক এখনও নিখোঁজ আছেন। জরুরি কর্মীরা ধ্বংসস্তুপ থেকে মাটি সরাচ্ছেন যাতে করে সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া কোন শ্রমিককে খুঁজে পাওয়া যায় ।

কর্মকর্তারা বলছেন সুড়ঙ্গের যে অংশটি ধ্বসে পড়ে সেটি আসলে সুড়ঙ্গে প্রবেশের পথে যেখান থেকে সাজ সরঞ্জাম নির্মীয়মান মূল সুড়ঙ্গে নিয়ে যাওয়া যায়। এই সুড়ঙ্গটি হচ্ছে ঐ বিতর্কিত অঞ্চলের দুটি প্রধান শহর শ্রীনগর ও জম্মুকে সংযোগকারী সেতু ও সুড়ঙ্গের নেটওয়ার্কের একটি অংশ। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।