News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

ইউক্রেনের জন্য আরও অর্থের প্রতিশ্রুতি জি-৭’এর আর্থিক প্রধানদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 7:30am

20220521_n02_1116820_l-867e12118b3e412ae9a89a64495fd9e11653183043.jpg




শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭’এর আর্থিক প্রধানরা বলছেন, তারা রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে অব্যাহতভাবে বিচ্ছিন্ন করার পাশাপাশি কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য ইউক্রেনকে সহায়তা করবেন।

জি-৭’এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা জার্মানিতে দু’দিনব্যাপী এক বৈঠকে মিলিত হন। তারা ইউক্রেনকে সর্বমোট ২ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দেয়ার জন্য সম্মত হন। অন্যদিকে, আক্রমণকে ঘিরে রাশিয়ার উপর এমনকি আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও তারা আলোচনা করেন।

জাপানের অর্থমন্ত্রী সুযুকি শুনইচি বলেন, রাশিয়ার কর্মকাণ্ড পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি বলেন, এই আক্রমণ বন্ধ করার জন্য জি-৭ রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটির উপর কূটনৈতিক চাপও দিয়েছে।

সুযুকি বলেন যে, জাপান ইউক্রেনকে এর আগে দেয়া ঋণ দ্বিগুণ করে নেবে। বিশ্বব্যাংকের সাথে যৌথভাবে দেয়া এই ঋণের পরিমাণ এখন ৬০ কোটি ডলারের সমান। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।