ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথাকথিত কোয়াড বা চার জাতি জোটের একটি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য টোকিও এসে পৌঁছেছেন।
দৃশ্যত, চীনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে মোদি আগামীকাল মঙ্গলবার জাপান, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার নেতাদের সাথে আলোচনা করবেন।
ভারত গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি নিজের প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করার পাশাপাশি রাশিয়ার সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে অন্যদের অনুধাবনও অর্জন করতে চাইবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে তিক্ত সম্পর্কের মাঝে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সহযোগিতাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার একটি প্রচেষ্টা হিসেবে গতমাসে নতুন দিল্লী সফর করেন। রাশিয়া ও ভারত দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী।
ভারত ইউক্রেনে রুশ আক্রমণের সরাসরি কোন সমালোচনা করেনি এবং রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রেও একটি সতর্ক অবস্থান বজায় রেখে চলেছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।