News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

মাঙ্কিপক্স প্রতিরোধে বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্টে সতর্কতা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-24, 12:56pm




বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। দেশে মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধে স্থলবন্দর ও চেকপোস্টে সতর্ক রয়েছে কতৃপক্ষ।
বেনাপোল চেকপোস্ট স্বাস্থ্য পরীক্ষা কাজে নিয়োজিত ডাক্তার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী আসছে কিনা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে। পাশাপাশি হেলথ স্ক্রিনিং জোরদার করতে বলা হয়েছে।
তিনি জানান- মাঙ্কিপক্সের খবর জানার পরপর বেনাপোল চেকপোস্ট ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে  গত রোববার থেকেই ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশসহ যেসব দেশে সংক্রমণ হয়েছে সেসব দেশ হতে আগত পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে সরকারের নির্দেশনা পেলে সে অনুযায়ী অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে। তথ্য সূত্র বাসস।