বকেয়া ও নিয়মিত বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ।
নির্মাণশ্রমিকরা অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলে নানান অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। আমরা নিজেরাই জানি না, কেন টাকা কেটে ফেলে। এ ছাড়া আমাদেরকে নানানভাবে নির্যাতনও করা হয়।
তারা আরও বলেন, আমাদের দাবি, যেন দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা হয়। এ ছাড়া প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না। দাবি না মানলে আমরা কাজে ফিরে যাব না।
ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।