News update
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     

জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

খবর 2023-03-17, 9:52pm

dsc_0075-45b93704e1e1117444c456cb3ec4c27e1679068338.jpg

The birthday of Bangabandhu and national day of children observed at the National Press Club on Friday 17 March 2023.



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জাতীয় প্রেস ক্লাব।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় গৃহীত নানা কর্মসূচি। বেলা বারোটায় সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজে - বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সাবেক বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল   ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাড়াও আজ জাতীয় প্রেস ক্লাব শিশু উৎসব উপলক্ষে বিকেল তিনটায় জহুর হোসেন চৌধুরী হলে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একাত্তরের যিশু প্রদর্শন করে। শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি ক্লাব প্রাঙ্গণে নাগরদোলা, বায়স্কোপ, বেলুন সুটারসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি