News update
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     
  • Dhaka-Ctg highway 10-lane expansion shelved; focus shifts to railway     |     
  • Trump warns of 100% tariff on Chinese Imports, U.S. Tech export restrictions      |     
  • Thousands Return to Ruins as Gaza Ceasefire Brings Hope     |     
  • From posters to punchlines: How Bangladesh’s politics got 'Meme-ified'     |     

কোটচাঁদপুরে তীব্র তাপদাহে ঝরে পড়ছে গাছের আম

ঝিনাইদহ প্রতিনিধিঃ খবর 2023-04-23, 11:52pm

sdf-d9729feb74992cc3482b350163a1a0101682272337.jpg




সারাদেশের ন্যায় ঝিনাইদহেও চলছে তীব্র তাপদহ । এতে করে কোটচাঁদপুর উপজেলায় ব্যাপকহারে ঝরে পড়তে শুরু করেছে গাছের আম। এ ঘটনায় উপজেলার কয়েকশ আম চাষী দিশেহারা হয়ে পড়েছে ।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানাযায়, এ বছর আমের চাষ হয়েছে ৭ শ হেক্টর জমিতে। গেল বছর উৎপাদন হয়েছিল ১২ হাজার ৬ শ মেট্রিক টন আম। এ উপজেলায় ১৭শ  আম বাগান রয়েছে।

উপজেলার তালসার গ্রামের চাষি সোহরাব হোসেন বলেন, তীব্র তাপদহ ও গরমে এমনিতেই ফসলের ক্ষতি হচ্ছিল। এ ছাড়া তাপ আর গরমে আমের গুটি লাল হয়ে ঝরে পড়ছে।  এ সব বিষয় নিয়ে কৃষি অফিস আম বাগানে সেচ ও গাছে পানি স্প্রে করতে বলেছেন।

নারানবাড়িয়া গ্রামের ফয়েজ আহমেদ বলেন, এ তাপ আর গরমে আম ঝরে পড়ছে। এতে করে উৎপাদন কমতে পারে বলে জানিয়েছেন ওই চাষি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজিবুল হাসান বলেন, তীব্র তাপদহ ও অনাবৃষ্টিতে ধানের ক্ষতি হতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা চাষিদের সচেতন করতে এলাকায় এলকায় লিফলেট বিতরন শুরু করেছি । যে আবহাওয়ায় আম কিছু ঝরে পড়তে পারে। সে ক্ষেত্রে গাছের গোড়ায় পানি দেয়া যেতে পারে। এ ছাড়া অন্য কোন ফসলের তেমন কোন ক্ষতি হওয়ার কথা আমার জানা নাই। এ ছাড়া কেউ অভিযোগও করেনি।