News update
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

বাংলাদেশ কোনো আঞ্চলিক শক্তি হতে চায় না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-05-12, 10:32pm

image-223110-1683898372-8bff1f80b54f43642a4d1281381c6d761683909140.jpg




পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ কোনো আঞ্চলিক শক্তি হতে চায় না। এমনকি বাংলাদেশের কোনো সামরিক উচ্চাভিলাষ নেই।

শুক্রবার (১২ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দর্শন হলো সবার মুখে হাসি ফোটানো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, সেগুলো অনেকটা মৌলিক। এখানে এখনও ১৮ শতাংশ দরিদ্র মানুষ আছে। এ অঞ্চলের অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যখন বৈঠকে বসেন, তখনও তারা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে, কীভাবে মানুষকে আরও ভালো রাখা যায়। এটিই আঞ্চলিক উদ্দেশ্য।

পররাষ্ট্রনীতি বাস্তবায়ন প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, সুশীল সমাজ ভালো কোনো পরামর্শ দিলে সেটি আমরা নিতে পারি। অতীতেও আমরা সেটি নিয়েছি। এ নিয়ে কোনো সমস্যা নেই।

ঢাকায় ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।তথ্য সূত্র আরটিভি নিউজ।