News update
  • Hasina Found Guilty of Crimes Against Humanity     |     
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     

আদম তমিজির বিরুদ্ধে সাইবার আইনে মামলা

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-18, 7:31am

resize-350x230x0x0-image-248346-1700250439-55aa70030a718082beb27a68685cdddc1700271117.jpg




রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে দক্ষিণখান থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ।

তিনি বলেন, গত ১৫ নভেম্বর ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম এই মামলা করেন।

তিনি আরও বলেন, ফেসবুক, মোবাইল, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অপমান করেছেন এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়েছেন। এর প্রেক্ষিতে কাউন্সিলর আনিছুর রহমান নাঈম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আদম তমিজি হক একজন শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মামলায় তমিজি হককে প্রধান আসামি করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।