News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

চট্টগ্রামে চিনির কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-03-04, 6:54pm

images-10-55cbb44a6659298ff3e02ea9da2dbd4e1709556903.jpeg




চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় একটি চিনির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৩টি স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।