News update
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     
  • BUET team awarded for early breast cancer screening system     |     

চট্টগ্রামে চিনির কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-03-04, 6:54pm

images-10-55cbb44a6659298ff3e02ea9da2dbd4e1709556903.jpeg




চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় একটি চিনির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৩টি স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।