সচিবালয়ের সামনে একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। মিছিলে তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে শ্লোগান দেয়া ছাড়াও দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিও করে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মিছিলটি করে তারা।
প্রথমে গুলিস্তান জিপিওর সামনে থেকে বিদ্যুৎ ভবনের সামনে যায়। পরে সচিবালয় ঘুরে আবার জিপিওর দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।