News update
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     

সার্চ কমিটিকে যেসব প্রস্তাব দিলেন বিশিষ্টজনরা

গ্রীণওয়াচ ডেস্কঃ খবর 2022-02-12, 3:16pm




নির্বাচন কমিশনে (ইসি) স্বাধীনতার পক্ষের লোক নিয়োগ দিতে হবে। এ ছাড়া অর্থলোভী ও বিশেষ সুবিধাপ্রাপ্তদের মনোনীত না করার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনরা। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির প্রথম দফার বৈঠকে এসব প্রস্তাব উঠে এসেছে।

নির্বাচন কমিশন গঠনে বিশিষ্টজনদের মতামত নিতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু পর বৈঠকে বসে সার্চ কমিটি। প্রথম বৈঠকে ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও ১৪ জন উপস্থিত হন বলে জানা যায়।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে প্রথম বৈঠক। এরপর বের হয়ে বিশিষ্টজনরা বলেন, নির্বাচন কমিশনে অবশ্যই স্বাধীনতার পক্ষের লোক নিয়োগ করতে হবে।

অনেকের পরামর্শ ছিল, কোনো সরকারের আমলে সুবিধা ভোগ করেছেন–এমন কাউকে নিয়োগ না দেওয়ার।

তবে প্রথম বৈঠকে অংশ নেওয়া বিশিষ্ট নাগরিকদের অধিকাংশই রাষ্ট্রপতির কাছে নামের সুপারিশের আগে তা ওয়েবসাইটে প্রকাশের পরামর্শ দেন।

প্রথম দফার বৈঠক শেষে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, দলীয় সরকারের বিশেষ সুবিধাভোগী কোনো ব্যক্তি যেন ইসিতে স্থান না পান, এমন দাবি জানানো হয়েছে। এই দাবি উপস্থিত আরও অনেকেই সমর্থন করেছেন। সুবিধাভোগী বলতে কী বুঝিয়েছেন, এমন প্রশ্নে তিনি বলেন, কেউ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন, এমন ব্যক্তি হতে পারেন।

বৈঠকে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, যারা অবসরের পরেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন, তারা যেন কোনোভাবেই ইসিতে না আসতে পারেন। আর যারা আসবেন, তাদের সুষ্ঠু নির্বাচন করার মানসিকতা ও সাহসিকতা যেন থাকে। ইসি গঠনের জন্য যাদের নাম প্রস্তাব করা হবে, তাদের নাম যেন আগেই প্রকাশ করা হয়, সে জন্য প্রস্তাব করেছি।

এ ছাড়া বৈঠকে যোগ দেওয়া জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং এশিয়াটিক সোসাইটির সভাপতি মাহফুজা খানম মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিদের ইসিতে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন। সূত্রঃ সময় টিভি।

এদিকে বেলা ১টার দিকে বিশিষ্টজনদের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসে সার্চ কমিটি। এ বৈঠকে ১১ বিশিষ্ট নাগরিক অংশ নেন।