The Kalapara Upazila administration organised an opinion exchange meeting on Friday to maintaining peace and amity in the area.
পটুয়াখালী: দেশের চলমান পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সর্বস্তরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দরবার হল পায়রা মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেজর মেহেদী হাসান, বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব চেয়ারম্যান মজিবুর রহমান ফকির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কলাপাড়া উপজেলা কোটা আন্দোলনের সমন্বয়ক সাইফ আল রেদওয়ান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. সুভাষ চন্দ্র প্রমূখ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, যেকোনো মূল্যে সামাজিক সম্প্রীতি ধরে রাখতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। - গোফরান পলাশ