News update
  • Fake cosmetics seized at Old Dhaka     |     
  • RMG workers block Dhaka-Narayanganj road over layoffs     |     
  • Mother Language Day: CA releases commemorative stamp     |     
  • Pope Francis diagnosed with pneumonia     |     
  • Politics remains banned in KUET: Committee formed over clash     |     

৩২৩ পৌরসভার মেয়র অপসারণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-19, 3:41pm

img_20240819_154028-e108eb78d26edfe4e976a6d0d1276c411724060518.jpg




সারাদেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে।

আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (১৮ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। তথ্য সূত্র আরটিভি নিউজ।