News update
  • Touhid dismisses Indian media reports linking Dhaka for Delhi blast     |     
  • IOM, HCI partner to combat human trafficking in Rohingya camps     |     
  • Gold price goes up again in Bangladesh     |     
  • Suicide bomber targets Islamabad court, killing 12 people, wounding 27     |     
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     

২২ ফেব্রুয়ারির পর থাকছে না করোনার বিধিনিষেধ

গ্রীণওয়াচ ডেস্কঃ খবর 2022-02-20, 4:57pm

Face mask is one of the major safety measures against coronavirus. UNB



করোনা সংক্রান্ত বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেই সাথে ২৬ ফেব্রুয়ারি সারাদেশে সরকার এক কোটি গণটিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। এসময় ১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

এছাড়া ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিপরিষদের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়। ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিধিনিষেধের মেয়াদ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।